BAITUL MAMUR JAME MOSQUE & AL-JAMIATUL ISLAMIA MODINATUL ULUM MADRASHA & DARUL AITAM

বায়তুল মা"মুর জামে মসজিদ ও আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম [মাদরাসা] ও এতিমখানা

আপনার একান্ত ব্যক্তিগত মাসআলা সরাসরি দারুল ইফতায় এসে অথবা নির্ধারিত সময়ে ফোন করে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আমাদের ছাত্রের তুলনায় প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকে তাই আপনার উত্তরের জন্য দয়া করে ধৈর্যের সাথে অপেক্ষা করুন।
আপনার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি জানা প্রয়োজন হলে সরাসরি দারুল ইফতায় যোগাযোগ করুন।
আপনার পাঠানো প্রশ্নের উত্তরটি আপনার ব্যবহৃত ই-মেইল আইডিতে পাঠানো হবে। তবে প্রশ্নভেদে কোনো কোনোটির উত্তর আমাদের ওয়ায়েব সাইটেও দেওয়া হবে।
প্রশ্ন পাঠানোর পর বারবার তাগাদা দেওয়ার বদলে আমাদের ওয়ায়েব সাইটে থাকা ফতোয়গুলো পড়তে থাকুন এবং নিজের মেইলের প্রতি লক্ষ্য রাখুন।
আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম [মাদরাসা], ব্যাংক কলোনী, সাভার, ঢাকা এর ফতোয়া বিভাগের সীলমোহর ও দায়িত্বশীলগণের স্বাক্ষর সংবলিত আনুষ্ঠানিক ফতোয়ার জন্য সংশ্লিষ্ট ফতোয়া বিভাগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতঃ সরাসরি যোগাযোগ করা যেতে পারে।