BAITUL MAMUR JAME MOSQUE & AL-JAMIATUL ISLAMIA MODINATUL ULUM MADRASHA & DARUL AITAM

বায়তুল মা"মুর জামে মসজিদ ও আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম [মাদরাসা] ও এতিমখানা

ঢাকা জেলাধীন সাভার থানার, সাভার মৌজার রাজালাখ কৃষি ফার্ম কিংবা সাভার মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্র হতে পশ্চিম দিকে প্রসারিত রাস্তার উত্তর সংলগ্ন ব্যাংক কলোনী, ৫ নং ওয়ার্ড এই জামি‘আ [মাদরাসা-মসজিদ] অবস্থিত। বাংলাদেশের যেকোনো স্থান থেকে রাজধানী ঢাকার অন্তর্গত ঢাকা সিটির অদুরে নিরিবিল মনরোম পরিবেশে সাভার বাস স্ট্যান্ড নেমে পায়ে হেঁটে ৫-১০ মিনিটের দূরুত্বে তার অবস্থান।