জামি‘আর ছাত্রদের তা‘লিম ও তারবিয়াতের ফাকে ফাকে জনসাধারণের নিকট দ্বীনের সঠিক ব্যাখ্যা পৌছানোর লক্ষ্যে একজন শিক্ষকের তত্ত্বাবধানে এক এক শ্রেণীর ছাত্রদেরকে পালাক্রমে দু’সাপ্তাহ পর পর আসর থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য বিভিন্ন এলাকায় পাঠানো হয়। তারা এলাকায় গিয়ে মানুষের নিটক দ্বীনের দাওয়াত দেয়। উক্ত কাজে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সদা অংশগ্রহণ করে আসছে।